Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মহম্মদপুরে ড্রাম সিডার দিয়ে বোরো ধানের বীজ বপন শুরু ২০১৮-২০১৯
বিস্তারিত

মহম্মদপুরে ড্রাম সিডার দিয়ে বোরো ধানের বীজ বপন শুরু ২০১৮-২০১৯

ড্রাম-সিডারের মাধ্যমে বোরো ধানের বীজ বপন শুরু হয়েছে। মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাডিয়া ইউনিয়নের রো-নগর গ্রামে কৃষক নুর আলি বিশশাসের ক্ষেতে রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্ভোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সস্প্রসারণ প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন,

কৃষি বিভাগ জানায়, এই প্রযুক্তির মাধ্যমে ধানের বীজ বপন করলে বীজের পরিমান ৩০ শতাংশ কম লাগে। এছাড়া চারা রোপন পদ্ধতির বোরো আবাদের তুলনায় মোট সময় ১০ থেকে ১৫ দিন কম লাগে। এছাড়া সারিবদ্ধ ও সার্বিক ঘনত্ব অনুযায়ী বীজ বপনের কারনে ফলন বাড়ে ২০ থেকে ২৫ শতাংশ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম বলেন, চারা রোপন পদ্ধতিতে ধান আবাদে চারা তৈরীতে একটি দীর্ঘ সময় লাগে। পাশাপাশি এটি একস্থান থেকে তুলে মূল জমিতে রোপনের পর মাটির গভীরে শিকড় প্রথিত হতে আরো কিছু সময় লাগে। এছাড়া শৈত্য প্রবাহসহ অন্যান্য দুর্যোগে ক্ষেত ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনাও থাকে। কিন্তু ড্রাম সিডার প্রযুক্তি ব্যবহারে সরাসরি বীজ বপন হওয়ার সব ধরনের ঝুঁকি যেমন কমে আসবে, অন্যদিকে কৃষকের সময়ও বাঁচবে অনেক। 

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/02/2018
আর্কাইভ তারিখ
21/11/2018